উপজেলা রিসোর্স সেন্টার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়ন্তণাধীন উপজেলা পর্যায়ের একটি প্রতিষ্ঠান। এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি স্বল্প মেয়াদী প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের ইন্সট্রাক্টর এবং সহকারী ইন্সট্রাক্টর সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের জন্য বিদ্যালয় পরিদর্শন করে একাডেমিক ফলাবর্তন দিয়ে থাকে। ১৯৯৮ - ২০০৫ সাল পর্যন্ত আইডিয়াল এবং নোরাড প্রকল্পের আওতায় ৪৮১ উপজেলা এবং থানায় উপজেলা/ থানা রিসোর্স সেন্টার স্থাপন করা হয়। অত:পর ২০০৫ সালে প্রতিষ্ঠানটি জনবলসহ রাজস্বখাতে স্থানান্তর করা হয়। বর্তমানে সারা দেশের সকল উপজেলা এবং থানায় উপজেলা/ থানা রিসোর্স সেন্টার রয়েছে। সময়ের সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটির জনবল সবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS